আমাদের খুলনা ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল রবিবার। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে নগর আ’লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা।
এ সকল কর্মসূচিতে মহানগর, থানা, ওয়ার্ড আ’লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহŸান জানিয়েছেন দলের নগর সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
খুবি : স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ও অনুরূপ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল কালজয়ী মুজিব প্রাঙ্গণে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ।